Wellcome to National Portal
  • 2025-03-12-16-25-15c95fd3ae0d740427f19c779208b30b
  • 2025-03-12-16-16-b41688fcb8ac3df55c13eb5c82b62083
  • 2025-01-05-17-19-232bbb16275acb0da535d705c9b6f6d8
  • 2024-12-15-10-13-de23faa6fead7deef93b5973ae193323
  • 2023-12-28-06-44-fad1b3dffb04c90c1f14863ef06978d5
  • ICT Ebook
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ August ২০২১

বগুড়া সদরে বিণা ধান-১৯ জাতের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2021-08-17

2021-08-24-05-13-4d88f3db3756bf074769f8357b87306e

 

১৬-০৮-২০২১ তারিখে বগুড়া সদর উপজেলার কৈচড় ব্লকের কৈচড় দক্ষিণ পাড়া গ্রামের প্রগতিশীল কৃষক মোঃ গোলাম রাব্বানী মানিক এর জমিতে আউশ ধানের (জাতঃ বিণা ধান-১৯) নমুনা শস্য কর্তন করা হলো।

 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইউছুফ রানা মন্ডল, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ দুলাল হোসেন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বনানী, বগুড়া এবং সরকার মোঃ শফি উদ্দীন, উপপরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, বগুড়া অঞ্চল, বগুড়া। এ ছাড়াও অতিরিক্ত উপপরিচালক (শস্য) ও অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), উপজেলা কৃষি অফিসার, বগুড়া সদর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, বগুড়া সদর, ফাঁপোড় ইউনিয়নের তিনজন উপসহকারী কৃষি অফিসার গন, কৃষক মোঃ গোলাম রাব্বানী মানিক উপস্থিত ছিলেন।

 

বিণা ধান-১৯ জাতটি খরা সহিষ্ণু নেরিকা-১০ জাত থেকে উদ্ভাবিত। প্রচন্ড খরার সময় গাছের বাড়বাড়তি বন্ধ থাকে। আবার যখন অনুকূল পরিবেশ আসে তখন দ্রম্নত বাড়বাড়তি সম্পন্ন করে স্বাভাবিক ফলন দিতে সক্ষম। সবচেয়ে বড় বিষয় এই ধানটি আউশ ও আমন মৌসুমে চাষ উপযোগী। এছাড়া বরেন্দ্র ও পাহাড়ী এলাকাসহ সারাদেশে বৃষ্টি নির্ভর অবস্থায় সরাসরি রোপন (ডিবলিং) উপযোগী।  সেচের পানি সাশ্রয়ী এই জাতটির জীবনকাল ৯৫-১০৫দিন। সাধারনতঃ আউশ মৌসুমে গড় ফলন ৩.৮৪ টন/হে. ও সর্বোচ্চ ফলন ৫.০ টন/হে. আর আমন মৌসুমে গড় ফলন ৫.১৬ টন/হে. ও সর্বোচ্চ ফলন ৫.৫টন/হে.। এই ধানের  চাল সরু ও লম্বা।

 

এই নমুনা শস্য কর্তনে ২.৩০ মেঃ টন/ হেক্টর ফলন (চাউল) পাওয়া গিয়েছে। যা সন্তোষজনক বলে অতিথিগণ মন্ব্যব্য প্রকাশ করেন।